মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর দ্বিতীয় দিনের অাপিল শুনানির হচ্ছে না আজ মঙ্গলবার। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় এই আপিল মামলার শুনানি হচ্ছে না বলে জানায় আদালত সূত্র।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আপিল মামলাটি ২ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। সোমবার বিকালে এ কার্যতালিকা প্রকাশিত হয়।
এর আগে ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে একদিন নিজামীর আপিল শুনানি হয়। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষে প্রথমে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর নিজামীর পক্ষে এক নম্বর অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এরপর সুপ্রিমকোর্ট অবকাশকালীন ছুটির কারণে শুনানির দীর্ঘ মুলতবি রেখে ৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।
এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি। তবে নিজামীর সর্বোচ্চ সাজা হওয়ায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ।