হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় লন্ডনের কিং জর্জ হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদা ভাই)।
তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার লন্ডন সময় রাত ১১টায় সিরাজুল আলম খান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানে ভর্তি করার পরামর্শ দেন।
প্রসঙ্গত, গত ১ আগস্ট তিনি উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান। সিরাজুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগ, সিওপিডি, ফুসফুসে সংক্রামক ও শিরদাঁড়ায় ব্যথাজনিত রোগে ভুগছেন
পোস্টটি যতজন পড়েছেন : 132