[english_date]

নায়িকার সন্ধানে দীপ্ত টিভিতে ‘জবার খোঁজে’

দীপ্ত টিভিতে আসছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জবা’। ধারাবাহিকটির প্রধান চরিত্র জবার জন্য খোঁজা হচ্ছে নতুন মুখ। এর জন্য আয়োজন করা হচ্ছে ‘জবার খোঁজে’ নামে একটি ইভেন্টের।

অভিজ্ঞ বিচারকমন্ডলীর মাধ্যমে অডিশন নিয়ে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত করা হবে ৫জন শিল্পীকে।

নির্বাচিত ৫ জন অভিনয় শিল্পী দীপ্ত টিভির ঢাকা ক্যাম্পে ৭-১০ দিনের জন্য অবস্থান করবেন। সেখানে গ্রুমিং-এর নানা ধাপ এবং তার পরবর্তী পারফরম্যান্সের মাধ্যমে একজনকে জবা চরিত্রের জন্য চূড়ান্ত করা হবে।

দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছেন আগ্রহীরা দীপ্ত অনলাইনেই এই অনুষ্ঠানে যোগ দেয়ার ফরমটি পূরণ করতে পারবেন। ফরমটির লিংক deepto.tv/jobarkhonje – এই ঠিকানায়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ