১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসরুল্লাহকে হত্যা করেও যে দুই কারণে হিজবুল্লাহকে দমানো যাবে না

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেও গোষ্ঠীটিকে দমাতে পারবে না ইসরাইল। এ গোষ্ঠীর বিকেন্দ্রীভূত কাঠামো এবং মতবাদের কারণে ফের পুনর্গঠনের ক্ষমতা রাখেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর নেতৃত্ব ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলি গুপ্তহত্যা এবং এর নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কে লজিস্টিক হামলা দলটির সামরিক ও নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে।

তবে তিনি বলেন, হিজবুল্লাহর অন্যতম শক্তি হচ্ছে এর বিকেন্দ্রীভূত কাঠামো। হিজবুল্লাহর শ্রেণিবিন্যাস এখনও বিদ্যমান, প্রতিষ্ঠান বিদ্যমান এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্ব এখনও রয়েছে। সুতরাং, এটি দলের অবিচলিত মানবিক ও সামরিক অবকাঠামো থেকে নিজেকে পুনর্নির্মাণ করতে পারে।

তিনি জানান, ইসরাইল শুধু একজন নেতাকে হত্যা করতে পেরেছে। তাদের স্তরবিন্যাস, গঠন ও মতাদর্শের ওপর চুল পরিমাণ আঘাতও করতে পারেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ