রংপুরের আট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় তারা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানা গেছে।
গতকাল রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল ফারুক।
পোস্টটি যতজন পড়েছেন : 177