[english_date]

নারী সাংবাদিক নুরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগম

দেশের বিশিষ্ট নারী সাংবাদিক নুরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার বলেন, “স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।”

শাকিল আরো বলেন, “প্রবীণ এই নারী সাংবাদিকের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। তিনি নুরজাহান বেগমের দ্রুত আরোগ্য কামনা করছেন।”

নুরজাহান বেগমের অবস্থা জানতে সোমবার প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারীকে স্কয়ার হাসপাতালে পাঠান।

নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তাদের জানান, ‘বেগম’ পত্রিকার সম্পাদকের অসুস্থতায় তিনি উদ্বিগ্ন, তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ঢাকা: বেগম পত্রিকার সম্পাদক ৯১ বছর বয়সী নুরজাহান বেগম শ্বাসতন্ত্র ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছেন। তার মেয়ে ফ্লোরা নাসরিন একথা বলেন।

তিনি বলেন, আমার মা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাহাঙ্গীর আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিখ্যাত সাংবাদিক ও ‘সওগাত’ সম্পাদক নাসির উদ্দিনের কন্যা নুরজাহান বেগম তার সম্পাদিত ‘বেগম’ পত্রিকার জন্য খ্যাতিলাভ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ