ইতিহাসের কিংবদন্তী ও নারী শিক্ষা বিস্তারের অগ্রদূত চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মৌলভী নুর আহম্মদ এর ৫৩তম মৃত্যুবার্ষিকী স্বরণে আজ ২২ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আলকরনস্থ তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শিক্ষক নেতৃবৃন্দ সরোয়ার জামাল, এম বোধিমিত্র থেরো, সুমন দত্ত, মমতাজ উদ্দীন,সরওয়ার আলম,বদিউল আলম,আবদুর রহিম,মোহাম্মদ আলী চৌধুরী, লিটন কান্তি দেব ও তিলক বড়ুয়া।
উল্লেখ্য, নুর আহম্মদ চেয়ারম্যান উপমহাদেশে প্রথম অবৈতনিক নারী শিক্ষা চালু করে চট্টগ্রামে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম পৌরসভায় ১৯২১ সাল থেকে ৫৪ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় অবসর নেন। তার প্রতিষ্ঠিত চসিক শিক্ষা বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, টোলসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সমাদৃত হচ্ছে। ১৯৬৪ সালের ২২ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।