বর্ষবরণের নারী লাঞ্ছনার ঘটনাকে ‘তেমন কোনো বিষয় না’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার বিষয়কে তিনি টুকিটাকি ঘটনা বলেছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপল্যক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন,‘পয়লা বৈশাখ আমাদের বাঙালি জাতির জীবনে বছরের প্রথম দিন। এই পয়লা বৈশাখে অনেক মানুষ রাস্তায় থাকে। এই কোটি কোটি মানুষের দেশে ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ থাকে। তার মধ্যে এমন কী ঘটনা ঘটেছে, যা সংবাদ হওয়ার মতো? একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।’
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ‘সংগ্রামী নারী সংবর্ধনা’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সংগ্রামী ১০ নারীকে সংবর্ধনা দিতে ‘নতুনধারা’ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘উন্নত দেশে এর চাইতে বেশি ঘটে। এর চেয়ে আরও মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সরকারের সমালোচনা করতে চেয়েছেন। বলেছেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ।’
তিনি বলেন, ‘‘এ দেশের নারী গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশে আছে, এমনকি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে রেলগাড়ি চালাচ্ছে। তাহলে আমরা কেন তাদের পিছিয়ে রাখব?’পৃথিবীতে বহু দেশ আছে, যারা নারীদের ভোগ্যপণ্য হিসেবে মনে করে। অনেক দেশ আছে নারীদের সঠিক অধিকার দেয় না।’
হেফাজতে ইসলামে আমিররের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘দেখেন, আহমদ শফী হেফাজতে ইসলামে আমির, তিনি কী বলেছিলেন। আমাদের গার্মেন্টসে ৮০ ভাগ নারী কাজ করে, যারা বাংলাদেশের অর্থনীতিতে বিপুল অবদান রাখছে। কিন্তু ২০১৩ সালে এই আহমদ শফী নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। তাঁরা বলেছেন, কোনো মেয়েকে ক্লাস ফোরের বেশি পড়ানো যাবে না। তার মানে, ঘর থেকে মেয়েদের বের হওয়া নিষেধ। আবার বলেছেন, মেয়েদের অসুখ হলে মহিলা ডাক্তার দেখাতে হবে। আমার প্রশ্ন হলো, মেয়েরা যদি শিক্ষাই না পায়, তাহলে ডাক্তার হবে কোথা থেকে? এ রকম অদ্ভুত ধরনের ফতোয়া এ দেশের কিছু কিছু মাওলানা দিয়ে থাকেন।’
নতুনধারা সংগঠনের নির্বাহী পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জাবিন, জয়যাত্রা ফাউন্ডেশনের সিইও হেলেন জাহাঙ্গীর, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন সহ আরও অনেকে।