পুরুষদের ক্রিকেট লিগে খেলে ইতিহাসে নাম লেখাতে চলেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারাহ টেলর। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রথম নারী হিসেবে খেলবেন অস্ট্রেলিয়ার পুরুষদের ক্রিকেট টুর্নামেন্টে। দক্ষিণ অস্ট্রেলিয়ার পুরুষদের লিগ গ্রেড ক্রিকেটে ২৬ বছরের সারাকে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে।
গ্রেড ক্রিকেট হল অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত লিগ। প্রথম স্থানে আছে শেফিল্ড শিল্ড। আইসিসিতে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার ও সাসেক্সের অধিনায়ক সারাহকে এবার দেখা যাবে এখানে।
এ বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে সারাহ টেলর বলেন, ‘জানতাম না, আমিই প্রথম নারী হিসেবে এখানে খেলছি। আশা করছি, আমিই শেষ নারী হব না। আরো অনেক নারী আগামী দিনে এখানে খেলবেন।’
পোস্টটি যতজন পড়েছেন : ৬২