নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোনও শিক্ষকের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, গত ১৩ মে শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদি এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে চলছিল স্কুল কমিটির বৈঠক। একপর্যায়ে ১০ম শ্রেণির ক্লাসে স্কুলছাত্র রিফাতকে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় হঠাৎ করে পাশের মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন।
এক পর্যায়ে স্থানীয়রা গিয়ে তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘটনাস্থলে গেলে দ্বিতীয় দফায় লাঞ্ছিত হন অভিযুক্ত শিক্ষক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। আর যে ছাত্রকে নিয়ে ঘটনার সূত্রপাত তার কাছ থেকেও মেলেনি স্পষ্ট কোনও প্রমাণ।