নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় প্রাইভেটকারের চাপায় রিকশাচালকসহ দুজন নিহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রিকশায় করে তিন বন্ধু ভুলতা থেকে গোলাকান্দাইল ফেরার পথে একটি প্রাইভেটকার তাদের রিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন রিকশারোহী তিন বন্ধু। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাকিব নামে একজনের মৃত্যু হয়। পুলিশ প্রাইভেটকারসহ চালক সাইফুল্লাহকে আটক করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৭