পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে । গতকাল শুক্রবার নন্দলালপুর বটতলা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে ছিল লুঙ্গি ও সাদা টি-শার্ট ।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রিপন আলী খান জানান, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরীয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
পোস্টটি যতজন পড়েছেন : 122