১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নায়িকার গাড়ির চাপায় প্রাণ গেল শ্রমিকের

জনপ্রিয় অভিনেত্রীর গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের। জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি পিষে দিয়েছে এক মেট্রো শ্রমিককে। আহত হয়েছে আরো দুইজন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিভালি এলাকায়।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি। বেপরোয়া ও অবহেলায় গাড়ি চালানোর অভিযোগে দায়ের করা কোঠারে এবং তার চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যোগেশ্বরীতে এক বন্ধুকে নামিয়ে দিয়ে ঘোডবন্দর রোড হয়ে থানেতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন কোঠারে, সেই সময় কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। গাড়িটি প্রথমে একটি ব্যারিকেডে ধাক্কা মারে এবং তারপরে পয়সার মেট্রো স্টেশনের কাছে কর্মরত শ্রমিকদের ধাক্কা মারে। দুই শ্রমিক ঘটনাস্থলেই গুরুতর জখম হন যার মধ্যে একজন মারা যান।
জানা যাচ্ছে, উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়েছেন। এরইমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই অভিনেত্রী শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন, তখনই ঘটনাটি ঘটে।
এক আহত শ্রমিককে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।’
ঊর্মিলা মারাঠি সিনেমার জনপ্রিয় তারকা। ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। দেখা গেছে ‘অসম্ভব’ এবং ‘মাইকা এন্ড মেরা শাশুরাল’-এর মতো জনপ্রিয় সিরিজেও।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ