৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাতির ক্যামেরায় বন্দি হবেন বাল ঠাকরে

রাজনীতির ময়দার থেকে রুপোলি পর্দায় এবার ভিড় জমাচ্ছেন নেতারা। মুলায়ম সিং-এর পর, এবার শোনা যাচ্ছে সেলুলয়েডের পর্দায় উঠে আসতে চলেছে প্রয়াত শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের জীবনি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিটি পরিচালনা করবেন ঠাকরের নাতি রাহুল। বাল ঠাকরে তাঁর অনুগামীদের কাছে চিরজীবন ‘বালাসাহেব’ নামে পরিচিত ছিলেন। তাই ঠাকরের বায়োপিকের নাম ‘সাহেব’। ২০১৬-র মাঝামাঝি সময় থেকে শুরু হবে এই ছবির কাজ। ২০ জানুয়ারি বাল ঠাকরের জন্মদিন। ২০১৭-এ তাঁর জন্ম সপ্তাহেই মুক্তি পাবে ছবিটি।

এদিকে সিনেমাটি প্রযোজক ঠাকরে পুত্রবধূ তথা বলিউড প্রযোজক স্মিতা ঠাকরে। তবে শুধু স্মিতা নন, তাঁর সঙ্গে যুগ্মভাবে প্রযোজনার দায়িত্বে থাকবেন সন্দীপ সিংহ, ওমুঙ্গ কুমার এবং রসিদ সঈদ।

ছবির প্রযোজক তথা ক্রিয়েটিভ ডিরেক্টর সন্দীপ সিংহ জানিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ বাল ঠাকরেকে ভগবান বলে মনে করে। তাঁর মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক তৈরির কাজটাও খুবই কঠিন। তবে এধরনের চ্যালেঞ্জিং বায়োপিক তৈরির সঙ্গে যুক্ত হতে পেরে  তিনি একইসঙ্গে গর্বিত, উত্তেজিতও।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ