৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইটক্লাবে অগ্নিকান্ডের জেরে রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত শুক্রবার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২ জন নিহত হওয়ার জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা। ওই ঘটনার জেরে প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা দুর্নীতি ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য সরকারকে দায়ী করেন। এর পর দিনই তিনি পদত্যাগ করলেন।

ভিক্টর পন্টা বলেছেন, ‘আমি আমার ম্যান্ডেট হস্তান্তর করছি। আমার পদত্যাগের পর বর্তমান সরকারও পদত্যাগ করবে। আমি আশা করি আমার পদত্যাগে যারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা খুশি হবে।’

দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পন্টা ইতিমধ্যেই বিচারের মুখোমুখি হয়েছেন। জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

গত শুক্রবার একটি ব্যান্ড দল গান পরিবেশন করার সময় আতশবাজি থেকে ক্লাবটিতে আগুনের সূত্রপাত হয়। এতে ক্লাবটিতে দগ্ধ হয়ে ৩২ জন নিহত হন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্লাবটির তিন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ