[english_date]

নাইজেরিয়ায় বোমা হামলায় ৫২ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোমা ও বিভিন্ন ধরণের হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। রোববার রাতে ও সোমবার সারাদিন মাইদুগুরি শহরে চলা এই হামলায় আরো ১২৪ জন আহত হয়েছে।

এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও প্রাদেশিক গভর্নর জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন।

এই হামলায় রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড হামলার পাশাপাশি শহরজুড়ে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোহাম্মদ কানারের বরাত দিয়ে এপি জানায়. একরাতেই মাইদুগুরিতে ৩০ জন নিহত ও ৯০ জন আহত হয়। সোমবার সুর্যোদয়ের সময়ে একটি মসজিদের সামনে হামলায় আরো ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছে।

জঙ্গিরা বাজার, বিদ্যালয়ে হামলা করেছে এবং বিস্ফোরকের মাধ্যমে জেলে ঢুকেছে। গত জানুয়ারিতে বোকো হারামের জঙ্গিরা দুইদিক থেকে মাইদুগুরিতে হামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ