নাইজেরিয়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবনধসের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে দেশটির বৃহত্তর শহর লাগোসে সোমবার এই দুর্ঘটনা ঘটেছে ।
দেশটির ন্যশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) একজন কর্মকর্তা ইব্রাহিম ফারিনলোয়ি বলেছেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া আরো ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে’। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফারিনলোয়ি আরো বলেন, ‘ধ্বংসস্তূপের নীচ যারা আটকা পড়ে আছেন তাদের কান্না এবং চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে’। তবে কি কারনে ভবনটি ধসে পড়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, মৌসুমের প্রথম বৃষ্টিপাতের কারণেই দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল গঠনপ্রণালীর কারণে জনাকীর্ণ লাগোস শহরে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে থাকে।