১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইজেরিয়ায় দুটি আত্মঘাতী হামলায় ৬০ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের সন্ত্রাসী হামলায় বাস্তুচ্যুতদের শিবিরে দুটি আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। জানা গেছে আত্মঘাতী বোমা হামলাকারী দুজনেই নারী।

মঙ্গলবার সকালে এই হামলা দুটি হয়। এতে আহত হন ৬৭জন। আশ্রয় শিবিরের মানুষেরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এমন সময় বিস্ফোরণ দুটি ঘটানো হয়। বর্নো প্রদেশের দিকওয়া শিবিরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের দখলে যাওয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে লড়াই চালানোর মধ্যেই বোকো হারাম জঙ্গিরা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীই এই হামলা চালিয়েছে। ইসলামি জঙ্গি এই গোষ্ঠীটির ছয় বছরের সন্ত্রাস ও সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন আর বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি অধিবাসী। দিকওয়া শিবিরে প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ