নারায়ণগঞ্জে স্কুলছাত্রী তানিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঙ্গলবার এই রায় দেন। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- মোহর চাঁন ও আমির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সফর আলী, নুরে আলম ও মনির।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল তানিয়া। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির ও তার বন্ধুরা তানিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়। ওই ঘটনায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। এ ব্যাপারে ১৯ জনের সাক্ষ্য নেয় আদালত।
পোস্টটি যতজন পড়েছেন : 104