অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নয়া স্মার্টফোন বাজারে বাজারে আনছে ফিলিপস৷ তারা ভারতের বাজারে আনছে তাদের Xenium I908 মডেলটি৷ নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভার্সন৷
পাশাপাশি এই ফোনে রয়েছে ১.৭ গিগাহার্ৎজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম৷ ফিলিপসের নয়া এই ফোনটিতে ক্যামেরাও বেশ শক্তিশালী৷ নয়া এই ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ পাশাপাশি খারাপ আলোতে ছবি তোলার জন্য এই ফোনটিতে ফ্ল্যাশের সুবিধাও আছে৷
৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই ফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ তবে ব্যবহারকারী চাইলে এই মেমোরিকে ৬৪ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন৷ পাশাপাশি ফোনটিতে রয়েছে ৩০০০এমএএইচ ব্যাটারি৷ একাধিক রঙে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে৷ ভারতের বাজারে নয়া এই ফোনটি কিনতে গ্রাহককে খরচ করতে হবে ১১ হাজার ৭৯৯ টাকা৷