[english_date]

নয়া সিক্যুরিটি সিস্টেম উইন্ডোজ-১০

উইন্ডোজ-১০ বাজারে আনতে এখনও দেরি কয়েকমাস৷ কিন্তু তার আগেই এই অপারেটিং সিস্টেমের কিছু ফিচারও ঘোষণা করা হয়েছে মাইক্রোসফটের তরফে৷ এবার মাইক্রোসফট ঘোষণা করল তাদের নয়া এই অপারেটিং সিস্টেমে থাকবে বায়োমেট্রিক সিক্যুরিটি সিস্টেম৷ ফলে নয়া উইন্ডোজ-১০-র অপারেটিং সিস্টেম আরও অনেক উইন্ডোজ-১০ থাকবে ইনবিল্ট স্কাইপ” বেশি উন্নত হবে বলেই মাইক্রোসফটের দাবি৷ বায়োমেট্রিক সিক্যুরিটি সিস্টেমে ব্যবহারকারী তার ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ফোনে লগইন করতে পারবেন৷ ফোন বা কম্পিউটারের সিক্যুরিটি ব্যবস্থাকে ঢেলে সাজাতেই এই নয়া উদ্যোগ বলে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে৷ ইতিমধ্যে গুগলের তরফে সীমিতভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷প্রসঙ্গত, চলতি বছরেই মাইক্রোসফটের এই নয়া অপারেটিং সিস্টেম বাজারে আসবে ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ