[english_date]

নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর

বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। এর পর শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন,”রনিল বিক্রমসিঙ্ঘে কে শুভেচ্ছা। আশা করি তাঁর সময়ে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।” একই সঙ্গে ভারত সফরে আসার জন্যও তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী।

বৃহস্পতিবার চতুর্থবারের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিক্রমসিঙ্ঘে। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবারেও তাঁর দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি জয়লাভ করেছে৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ২২৫টি আসনের মধ্যে ১০৬টি আসনে জয়লাভ করে সরকার গড়েছে তাঁর দল। আজকালের মধ্যে মন্ত্রিসভা গঠন হবে বলে খবর।

এর আগে জানুয়ারি মাসেই নির্বাচনে হেরে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হয়েছে মাহিন্দা রাজাপক্ষেকে৷ তবে, রাজনীতি থেকে সরতে রাজি হননি তিনি৷ প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করেন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের এই নেতা৷ আর এখানেও হার হয়েছে তাঁর৷ আর ফের নির্বাচিত হয়ে স্বচ্ছভাবে প্রশাসন চালানোর উপরই জোর দিয়েছেন বিক্রমসিঙ্ঘে৷ আর এই কাজে প্রতিটি রাজনৈতিক দলেরই সাহায্য চেয়েছেন তিনি৷ ১৯৯৩ সালের মে মাসে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমসিঙ্ঘে৷ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ