[english_date]

নতুন রেকর্ড গড়ল ‘জাওয়ান’

রেকর্ড গড়েই চলছে শাহরুখ খানের ‘জাওয়ান’। গত সেপ্টেম্বর মুক্তির পর বক্স অফিসে ‘জাওয়ান’ ঝড় থামতে না থামতে এবার ওটিটিতে ঝড় তুলল সিনেমাটি। তিন সপ্তাহ পার না হতেই গড়লেন ভারতে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড।

 

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জাওয়ান’র এক্সটেন্ডেড ভার্সন। এর পরই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। যার ফলে এটিই এখন নেটফ্লিক্সে ভারতের সবচেয়ে বেশি ভিউ হওয়া সিনেমা। মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি দেখেছে ৩৭ লাখ জন। নেটিফ্লিক্সে এই সিনেরমাটি চলছে ১ কোটি ৬ লাখ ঘন্টা। যা যে কোন ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ।

এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ খান্ও। তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে।

 

জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্‌যাপন, প্যাশনের উদ্‌যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্‌যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’

 

উল্লেখ্য, এটি প্রথম সিনেমা, যেখানে দক্ষিণী ইন্ডাস্ট্রির নির্মাতা-শিল্পী-কুশলীদের নিয়ে কাজ করেছেন শাহরুখ খান। সিনেমায় নায়িকা হিসেবে আছেন নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে দেখা দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১১শ কোটি রুপি কালেকশন করেছে।

 

শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘ডাঙ্কি’র প্রচারে। নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ