উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সোমবার সকালে পাঠপুস্তক উৎসব উদ্বোধন করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী এবারের উৎসব আয়োজনে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হয়ে যোগ দেয়। উৎসবে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সময় ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে উৎপুল্ল হয়ে উঠেছে।