নতুন বই নিতে এসে লাশ হয়ে ফিরলো সোহানা। স্বপ্ন পুরন ছিলো সহপাঠীদের সঙ্গে নতুন বই নিয়ে আনন্দে মাতোয়ারা হওয়ার। সেজন্য বাড়ি থেকে বই নেওয়ার জন্য স্কুলে যাচ্ছিল সোহানা। কিন্তু নতুন বই নেয়া হলো না দ্বিতীয় শ্রেণির এই ছাত্রীর। নসিমন চাপায় স্বপ্নের সঙ্গে জীবন প্রদীপও নিভে গেলো তার।
শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের ডামুরদা ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানা উপজেলার ছাতিয়ানি গ্রামের শাহিন সরদারের মেয়ে। সে ডামুরদা ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, সকালে নতুন বই নেওয়ার জন্য সোহানা স্কুলে আসছিল। পথে স্কুল সংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি নসিমনের চাপায় সে গুরুতর আহত হয়।
স্কুলের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সোহানার মৃত্যু হয়।
Posted by earthnews24 on Friday, January 1, 2016
























