৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন নেতৃত্ব বেছে নিন তবেই বিএনপি রক্ষা পাবে

নতুন নেতৃত্ব বেছে নিন তবেই বিএনপি রক্ষা পাবেনতুন নেতৃত্ব বেছে নিতে হবে। তবেই বিএনপি রক্ষা পাবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বিশ্বে রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়াসহ যারা পাকিস্তানের স্বার্থ রক্ষার্থে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় জানাতে হবে।”

কাউন্সিলের মাধ্যমে বিএনপি যদি নেতৃত্বের পরিবর্তন না করে তাহলে তাদের সংকট কাটবে না উল্লেখ করে তিনি আরো বলেন, “যারা প্রত্যাখানের রাজনীতি বিশ্বাস করে এবং যাদের হাতে পোড়া মানুষের গন্ধ আর রক্ত আছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে। তবেই বিএনপি রক্ষা পাবে।”
 
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি সংঘাতময় রাজনীতি করে, সমঝোতার রাজনীতি চায় না। আমরা যে আলোচনা সমঝোতা চাই, তা বিএনপি চায় না। ‘পলিটিক্স অব ডিনায়েল’র কারণেই বিএনপি আজ সংকটে।

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ