[english_date]

নগ্ন বিবাহে মেতেছে চিন

দারুণ সুন্দর একটা পোশাক পরে, দামি আংটি পরে বিয়ে করতে যাওয়াটা আর পছন্দ করেছেন না চিনের সাধারণ মানুষ। আর তাই দিন দিন বাড়ছে নগ্ন বিবাহের চাহিদা। চিনের মানুষ মনে করছেন নগ্ন বিবাহ করলে মনের টান বেশি বাড়ে।
`নেকেড ম্যারেজট বা নগ্ন বিবাহ । শব্দটাকে ভুল বুঝবেন না। নগ্ন বিবাহ মানে অকোন বাড়ি, গাড়ি, হিরের আংটি এবং বিয়ের উপযুক্ত পোশাক ছাড়াই বিয়ে করা। এই ধরনের বিয়ে মানে ছবি তোলা এবং বিয়ের নিবন্ধন পত্র নেওয়া। নগ্ন বিয়ের আনুষ্ঠানিকতা বলতে এইটুকুই।
খবরে প্রকাশ এই নগ্ন বিবাহ পদ্ধতিতে শেষ দু মাসে প্রায় দেড় লক্ষ চিনা মানুষ আবদ্ধ হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ