সিম নিবন্ধনের ক্ষেত্রে নাগরিকদের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। টেলিটক, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেলের সঙ্গে দ্বিপাক্ষিক এ চুক্তিতে আবদ্ধ হয়েছে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) শাখায় মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য যাচাইয়ে জন্য অপারেটরগুলোকে এককালীন ৫ লাখ টাকা ও এনআইডি তথ্য যাচাইয়ে ব্যক্তি প্রতি দুই টাকা করে ইসিকে দিতে হবে।
পরিচয় গোপন করে যাতে সিম ব্যবহার করা না যায়, সেজন্য মোবাইল কোম্পানিগুলোকে এনআইডি শাখাতে তথ্য যাচাইকরণ বাধ্যতামূলক করে দেয় সরকার। এরই ধারাবাহিকতায় অপারেটরগুলো ইসিতে আবেদন করে। ফলে এখন থেকে তথ্য গোপন করে সিম চালানোর সুযোগ আর থাকলো না ।
পোস্টটি যতজন পড়েছেন : 112