[english_date]

নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার কোনও সম্ভাবনাই নেই’ – সরতাজ আজিজ

চলতি মাসে নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বুধবার হিন্দুস্থান টাইমসকে এমনটাই জানালেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। তিনি বলেছেন, “চলতি মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠক চলাকালীন নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদীর কোনও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাই নেই।”

চলতি মাসের শেষে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদীর। সেখানে ভারত-পাকিস্তানের মতো দেশের স্থায়ী সদস্যপদ পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারত-পাকিস্তানের মধ্যে গত এনএসএ (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পর মনে করা হচ্ছিল সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সভায় মোদী-নওয়াজের বৈঠক হতে পারে। তবে সেই সম্ভাবনাও এদিন উড়িয়ে দিলেন সরতাজ আজিজ।

উল্লেখ্য, গত ২৪ অগস্ট ভারত ও পাকিস্তানের মধ্যে এনএসএ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান নাছোড় মনোভাব দেখিয়ে হুরিয়ত নেতাদের বৈঠকে ডাকায় বাতিল হয়ে যায় এনএসএ বৈঠক। সেই ইস্যুতে সরতাজ আজিজ এদিন বলেন, “আমরা উচ্চ পর্যায়ের বৈঠক করতে চেয়েছিলাম। তবে সেই বৈঠক ভারতের জন্যই বাতিল হয় যায়।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ