৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানালেন ওবামা

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘অফিসিয়াল ভিজিট’-এর জন্য তাঁকে ডাকা হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় নিয়ে চাপে আছেন নওয়াজ শরিফ। তার মধ্যে এই আমন্ত্রণ সেই বিষয়ে আলোচনার জন্যই কিনা, তা নিবে প্রশ্ন তৈরি হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসের শেষে তাঁকে ডাকা হয়েছে বলে পাক সরকার সূত্রে খবর।
পাকিস্তানের তরফে বলা হয়েছে, ”এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমন্ত্রণ থেকে স্পষ্ট যে নওয়াজ শরিফ জঙ্গি দমন ও আর্থিক উন্নয়নের মাধ্যমে শান্তি স্থাপনের যে নীতি নিয়েছেন, তা সমর্থন করছেন ওবামা।” আগামী সপ্তাহে আমন্ত্রণ  পত্র এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিস্থাপনের বিষয়েও কথা হবে বলে অনুমান করা হচ্ছে।  ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিস্থাপন নিয়েও আমেরিকা যথেষ্ট উৎসাহী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ