
নওগাঁয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬টি তাজা গুলিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ১টার দিকে মহাদেবপুর উপজেলার চকগৌরীহাট এলাকার মাঠ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার ইলিয়াস হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও কালীগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হাসান (২২)।
পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, অস্ত্রের পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে চেকপোষ্ট বসিয়ে পুলিশি অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই দুইজন একটি মটরসাইকেলযোগে নওহাটা মোড়ে এলে তাদের সংকেত দেন নওহাঁটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হাকিমসহ সঙ্গীয় ফোর্স। কিন্তু তারা না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলে চকগৌরীহাটে রাস্তার উপর মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি ৯ এমএম জাপানী পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৫