২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। চলতি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনমাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।
এ মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, অক্টোবর মাসে নদ ও নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। কৃষি আবহাওয়ায় বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৪ মি. মি. এবং গড় সূর্য কিরণকাল ৬ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ২৫ ঘণ্টা থাকতে পারে। রোপা আমনে ফুল অবস্থায় পানির অভাব দেখা দিলে সম্পুরক সেচ প্রদান করার প্রয়োজন হবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
ডিসেম্বরেরর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তখন স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ