গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া এলাকায় সাড়ে তিন বছরের এক কন্যা শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ আমিরুল (১৬) ও রাকিব (১৪) নামে দুই যুবককে আটক করেছে।
টঙ্গী মডেল থানার উপ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন জানান, শনিবার বিকেল পৌনে তিনটার দিকে দত্তপাড়া হানিফ ডাক্তারের বাড়ির ভাড়াটে বাসা থেকে স্থানীয় দুই যুবক শিশুটিকে ডেকে একটি গলির নির্জন স্থানে নিয়ে মারধর করে পাশবিক নির্যাতন করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুই যুবক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই দুই কিশোরকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।