[english_date]

ধর্ষনের মহাউৎসব, তাও আবার বাংলাদেশে !

হোমনায় এক সপ্তাহের ব্যবধানে ৩ বছরের শিশু ও গৃহবধুকে ধর্ষনের পর এবার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় উপজেলার চার কুরিয়া গ্রামে।

এ ব্যাপারে হোমনা থানায় একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিঠাইভাংগা গ্রামের ওয়ারিশ মিয়ার ও তৃতীয় শ্রেনীর ছাত্রী নাদিয়া আক্তার পরিবারের লোকজনের সাথে একই উপজেলার তেভাগিয়া চার কুরিয়া গ্রামে নানা নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। ওই গ্রামের প্রতিবেশী জয়নাল মিয়ার ছেলে লম্পট সুমন তাকে নানাহ প্রলোভনে পার্শবর্তী একটি জমিতে নিয়ে জোর করে ধর্ষন করে।

এসময় মেয়েটি আর্তচিৎকারে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

এখানে ভিকটিমের অতিরিক্ত ক্ষরণের ফলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

এদিকে ঘটনার পর থেকে লম্পট ধর্ষনকারী পালিয়ে যায়।

হোমনা থানা অফিসার ইনর্চাজ মোঃ কামরুজ্জামান সিকদার পিপিএম বার্তা বাজারকে জানায়, ধর্ষনের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ