[english_date]

ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুও জন্মদাতার সম্পত্তি পাবে বলে রায়

ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুও জন্মদাতার সম্পত্তি পাবে বলে ভারতের এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে। এর ফলে সে তার বাবার সম্পত্তিতে অধিকার পাবে। তবে শিশুটিকে যদি কেউ দত্তক নেন তাহলে সে আর ওই অধিকার পাবে না। খবর আনন্দবাজার পত্রিকার।

সমপ্রতি ধর্ষণের শিকার এক কিশোরী দ্বারস্থ হয় ইলাহাবাদ হাইকোর্টে। কিছুদিন আগে সে এক সন্তানের জন্ম দেয়। কিন্তু সে আর্থিকভাবে অক্ষম। তাই সে আর তার বাবা ওই শিশুকে তাদের সঙ্গে রাখতে চায় না। তারা চায়, ওই শিশুটিকে যাতে কোনও দম্পতি দত্তক নেন, সেই ব্যবস্থা করে দিক কোর্ট। বস্তুত শিশুটি জন্মানোর আগেই মেয়েটি গর্ভপাতের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আদালত সে বার জানিয়েছিল, সেই সময় গর্ভপাত করালে ওই কিশোরীর জীবন বিপন্ন হতে পারে। অগত্যা কিছু দিন আগে হাসপাতালে সে এক কন্যাসন্তানের জন্ম দেয়। কিন্তু নিজের সঙ্গে সে ওই সদ্যোজাত শিশুকন্যাকে বাড়ি নিয়ে যেতে অনিচ্ছা জানায়। অথচ সন্তানের ভবিষ্যত্ যাতে সুরক্ষিত থাকে সেটাও সে চায়। সেই জন্যই আদালতের দ্বারস্থ হয় সে। এরই পরিপ্রেক্ষিতেই এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে প্রাপক কীভাবে জন্মেছে, সেটা আদৌ বিবেচনাধীন নয়। এদিকে ওই কিশোরীর জীবনযাপনের জন্য উত্তরপ্রদেশ সরকারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ