আবার ধর্ষণের ঘটনা বলিপাড়ায়। এবার মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এবিসিডি ২-এর এক ব্যাক আপ ডান্সার নীলেশ নির্ভাবন।পুলিশি সূত্রের খবর, একবার নয় গত মে মাস থেকে নীলেশ ও তার সঙ্গীরা ১৪ বছরের মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে।
এতদিন বিষয়টি ধামাচাপা ছিল, সম্প্রতি স্কুলে মেয়েটির ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন শিক্ষিকারা। এরপরই ঘটনাটি সামনে আসে। নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা শিক্ষিকাকে জানায় মেয়েটি। তার পরিবারের সঙ্গে কথা বলে পন্ত নগর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ, ঘাটকোপারের শৌচাগার বা নির্জন কোনও জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে চলেছে। একবার নয় মে মাস থেকে ৩ জন মিলে ওই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ধর্ষণ করেছে।
২৫ জুন অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশের কথায়, যে তিনজনের নাম ওই মেয়েটি জানিয়েছিল তার মধ্যে একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তদন্তে জানা যায় এই ঘটনায় কোনও ভূমিকাই নেই ওই ব্যক্তির। কিন্তু নীলেশের ক্ষেত্রে মেয়েটি নির্দিষ্টভাবে জানান যে তাঁর সামনের দুটি দাঁত ভাঙা। এরই ভিত্তিতে ২৬ জুন পুলিশ নীলেশকে আটক করে। জেরার মুখে ভেঙে পড়ে নীলেশ এবং অপরাধের কথা স্বীকার করে নেয়। এই ঘটনা অন্যান্য অভিযুক্তদের জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।