গত দুই দশক ধরে বিশ্বজুড়ে হিমবাহের যে ক্ষয় হতে শুরু করেছে, তাতে আশনি সঙ্কেত হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। তাদের নয়া এক গবেষণায় দেখা গিয়েছে, আগামী দিনে জলবায়ু যদি স্বাভাবিকও থাকে, তাহলেও হিমবাহের গলন রোধ করা সম্ভব হবে না।
জুরিখ বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড গ্লেসিয়ার মনিটরিং সার্ভিস ডিরেক্টর মাইকেল জেম্প বলেন, “প্রতি বছর এক মিটার থেকে শুরু করে অর্ধেক মিটার করে হিমবাহ গলে যাচ্ছে। মানবজাতির কাছে এ এক অশনি সঙ্কেত।” বিশেষজ্ঞদের দাবি, বিশ্বজুড়ে এরকম শয়ে শয়ে হিমবাহ অতি দ্রুত গলতে শুরু করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৮