আগামী দশ বছরের মধ্যে দেশে কোনও প্রান্তিক জনগোষ্ঠী থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও, ২০১৬ থেকে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৫ শতাংশের নিচে নামবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল-২০১৫’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহায়ক ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে গ্রহণ করা ‘সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের’ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যরা।