২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“দেশের বিভিন্ন স্থানে ৬০টি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মিত হচ্ছে”

দেশের বিভিন্ন স্থানে ৬০টি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মিত হচ্ছে। এলাকাভিত্তিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধের দ্রুত তদন্তের লক্ষ্যে এসব কেন্দ্র প্রতিষ্ঠা করছে সরকার।

পুলিশের এ্যাসিটেন্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি-উন্নয়ন) গাজী মোজাম্মেল হক বলেন, গত নভেম্বর পর্যন্ত এই ৬০টি তদন্ত কেন্দ্রের প্রায় ৬৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৭টির নির্মাণ কাজ শেষ হয়েছে ও ৪৩টির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

২০০৯ সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১৭ কোটি ৪৫ লাখ টাকায় এ প্রকল্প নেয়া হয়। চলতি বছরের জুন মাসে এই নির্মাণ কাজ শেষ হবে। বিভিন্ন স্থানে স্থাপিত দুই ও তিন তলা বিশিষ্ট এসব তদন্ত কেন্দ্রে কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য এবং ২ থেকে ৩ জন সাব ইন্সপেক্টর থাকবে। এসব কেন্দ্রে আবাসন সুবিধাও থাকবে।

এআইজি বলেন, এ লক্ষ্যে এর আগে অপর একটি প্রকল্পে নির্মিত ৪৮টি তদন্ত কেন্দ্রের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, এসব কেন্দ্রের জন্য আগে ২ থেকে ৩ একর করে জমি বরাদ্দ দেয়া হতো। কিন্তু এখন ১০ কাঠা করে জমি দেয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে তিনি উল্লেখ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ