[english_date]

দেশেই যাত্রী পরিবাহী বিলাসবহুল জাহাজ।

সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশে প্রথমবারের মত যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক যাত্রী পরিবাহী বিলাসবহুল জাহাজ। এরই মধ্যে ১ হাজার যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ ইংল্যান্ড থেকে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী অক্টোবরেই বাণিজ্যিকভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে জাহাজটি। প্রাথমিকভাবে বঙ্গোপসাগরে পরে থাইল্যান্ড, মালদ্বীপসহ আন্তর্জাতিক রুটে জাহাজটি যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, সমুদ্র অর্থনীতিতে বাণিজ্যিক এ জাহাজ যেমন ভূমিকা রাখবে, দেশি-বিদেশি পর্যটক আকর্ষণেও যোগ হবে ভিন্ন মাত্রা।

টাইটানিক, একটি বিলাসবহুল জাহাজ, একটি স্বপ্নের গল্প। টাইটানিক সিনেমা দেখে এমন বিলাসিতার স্বপ্ন দেখেননি বা ভাবেননি তেমন দর্শক খুঁজে পাওয়া ভার। তবে ছবির মত একটু আয়েশি ভ্রমণ কিংবা দূরের কোন দেশে গন্তব্যে পৌঁছতে এখন আর পিছিয়ে থাকছে না বাংলাদেশ। উন্নত বিশ্বের মত বিলাসবহুল সমুদ্র বিলাসের স্বাদ এবার পেতে যাচ্ছে দেশের মানুষ। ইংল্যান্ড থেকে আনা জেমিনি নামের এই বিলাসবহুল ৮ তলা জাহাজে থাকবে ৫০০ রুম, ৫টি লিফট, ৫টি রেস্তোরা, ৪৮০ আসনের সিনেমা হল, থিয়েটার, ক্যাসিনো, সুইমিংপুলসহ পাঁচ তারকা মানের আধুনিক সব সুবিধা। প্রাথমিকভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় ভ্রমণে থাকবে প্যাকেজ প্রোগ্রাম। এরপর মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা আছে। সমুদ্র পথে হজ যাত্রী সেবাও চালু করা হবে।

এরই মধ্যে এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং আফরোজ শিপিংয়ের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। পুরো বিনিয়োগ বেসরকারি শিপিং কোম্পানিটির হলেও সরকার দেবে কারিগরি ও নীতি সহায়তা। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিক যাত্রা। আফরোজ শিপিং-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হয়তবা ভিশন আছে আর সরকারের অভিজ্ঞতা, এই দুটোকে একসাথে কাজে লাগিয়ে আমরা এই পরিকল্পনাটা করেছি। আমাদের একটি কল সেন্টার চালু হয়েছে। আমরা মেম্বারশিপের জন্য কাজ করছি। সত্তর কিংবা আশি হাজার টাকা করে টিকিটের দাম পড়বে। সেখানে আমরা একজন মেম্বারকে দু’টি করে টিকেট দেব। আমাদের মেম্বারশীপ ফি একলক্ষ টাকা।’ বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি পর্যটক আকর্ষণে এমন উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে।

নৌ-পরিবহন বিশেষজ্ঞ কমডোর মকসুমুল কাদের বলেন, ‘এটি ব্লু-ইকোনমির একটি অংশ। অর্থাৎ, সি-ট্যুরিজম। যার সম্ভাবনা বাংলাদেশে খুবই ভাল। বাংলাদেশের লোকজন এখন দেশে-বিদেশে ট্যুরিজমের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই ধরণের বিশেষ পর্যটন যদি লোকজনের কাছে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি।’

সার্কভূক্ত দেশগুলোর যাত্রীবাহী বিলাসবহুল জাহাজ চলাচলে বাংলাদেশই হবে প্রথম দেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ