[english_date]

‘দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি নাগরিক হত্যা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে বিদেশি নাগরিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়তে দেখে ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করা জন্য বিদেশি নাগরিক হত্যা করা হয়েছে। এটা দেশের জন্য অমঙ্গলজনক।

তিনি আরো বলেন, যারা এ ধরনের ঘটনায় জড়িত, তাদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার কথা বলেছেন নেতাকর্মীদের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ