অভিনেতা দেব থেকে এমপি দেবকে ভালবেসেছে বাংলার মানুষ৷ সেই বালবাসাকে পাথেয় করেই এবার নয়া জার্নি শুরু করছেন দেব৷ এবার প্রযোজক হিসেবে ইনিংস শুরু করছেন দেব৷ আর তাঁর সেই নতুন যাত্রাপথে সঙ্গি শুভশ্রী৷
নিজের এই নতুন ভূমিকার খবর সোশ্যাল মিডিয়ার মারফত ফ্যানদের জানিয়েছেন টলিউডের সুপাস্টার৷ টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘ হিরো দেব ও এমপি দেবকে আপনারা ভালবেসেছেন, সমর্থন করেছেন৷ এবার প্রযোজক দেব আপনাদের পাশে চাইছে৷’’ তাঁর প্রযোজনা সংস্থার নাম- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস৷ এই ব্যানারে প্রথম ছবি হতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’৷ সে ছবির কাস্টিংও চমকপ্রদ৷ অনেকদিন পর এ ছবিতে দর্শক আবার ফিরে পাবেন দেব-শুভশ্রী জুটিকে৷ অতীতের সমস্ত তিক্ততাকে পিছনে ফেলে তাঁরা আবার ছবির দুনিয়ায় একসঙ্গে৷
নতুন এই জার্নি নিয়ে দেব যে বেশ ‘একসাইটেড’ তা টুইট করেই জানিয়ে দিয়েছেন তিনি৷ একই সঙ্গে তাঁর ও শুভশ্রীর জুটির জনপ্রিয়তা মাথায় রেখে, তাঁদের প্রতি দর্শকের যে আকাশছোঁয়া প্রত্যাসা তাও টের পাচ্ছেন তিনি৷ তাই নায়কও সকলের সমর্থন প্রত্যাশী৷
এই পুজোয় তাঁকে দেকা যাবে ‘শুধু তোমারই জন্য’ ছবিতে৷ এ ছবিতে তাঁর সঙ্গে আছেন সোহম, শ্রাবন্তী ও মিমি৷ এছাড়াও নুসরতকে নায়িকা করে চলছে পরিচালক রাজীবের ছবির কাজ৷ সে ছবির নাম এখনও অবধি ঠিক করা হয়েছে ‘লাভ’৷ সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে নির্বাক চরিত্রে তিনি অভিনয় করবেন বলেও জানা গিয়েছে৷ সামনে আছে ‘চাঁদের পাহাড়-২’৷ অপর্ণা সেন পরিচালিত ‘আরশিনগর’ও আছে এর মধ্যে৷ ছবির লম্বা লাইনের মধ্যেই নায়ক দেবের নতুন ভূমিকায় অভিষেক৷ নতুন যাত্রায় তাঁকে আমাদের শুভেচ্ছা৷