২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেড়বছর পর ঘরের মাঠে বার্সার হার, হারাল শীর্ষস্থানও

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই শীর্ষস্থানে যাওয়া নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় খেলা খেলছে। যদিও রিয়াল সেই সুযোগ হারিয়েছে বারবার। এরই মাঝে সুযোগমতো বার্সাকে হারিয়ে লা লিগার টেবিল টপার হয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠে কাতালানদের ১৮ মাস পর হারের স্বাদ দিয়েছে। নাটকীয় ম্যাচের ফল বদলে গেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে।
গতকাল (শনিবার) রাতে অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক বার্সার মাঠে জিততে না পারার আক্ষেপ নিয়ে নেমেছিল অ্যাতলেটিকো। তাদের আক্ষেপও ফুরিয়েছে এদিন। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে আলেক্সান্ডার সোরলথ অ্যাতলেটিকোকে ২-১ গোলে জয়ের আনন্দে ভাসান। যদিও পেদ্রির গোলে ৩০ মিনিটেই লিড নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল অ্যাতলেটিকোকে সমতায় ফেরান।
ম্যাচটিতে সবদিক থেকেই আধিপত্য ছিল স্বাগতিক বার্সেলোনার। কিন্তু তাদের সাম্প্রতিক সময়টা যে ভালো যাচ্ছে না। আগের চার ম্যাচে দুই হারের সঙ্গে একটি করে জয় ও ড্র নিয়ে তারা শীর্ষস্থান হারানোর শঙ্কায় ছিল। সেটির বাস্তবায়ন করেছে দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো। একচেটিয়া দাপট দেখিয়ে বার্সেলোনা ম্যাচে লিড নেয় ৩০ মিনিটে। প্রথমে পাবলো গাভিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন পেদ্রি। ফিরতি বল পেয়ে ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার ডান পায়ের শটে জালে পাঠান।
বিরতির পর বড় দুটি সুযোগ হাতছাড়া হয় বার্সার। প্রথমে অ্যাতলেটিকো গোলরক্ষক এবং ৫৭তম মিনিটে রাফিনিয়ার চিপ শট ক্রসবারে লেগে ফেরে। তাদের লিড নেওয়ার আশাভঙ্গ করে ৬০ মিনিটে সমতা টানেন রদ্রিগো ডি পল। বক্সে আরেক আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের পাস ব্যাক-হিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি বার্সেলোনার মার্ক কাসাদো। বল পেয়ে ডি পল বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। তখনও স্কোরলাইন ১-১। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ। ডানদিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সোরলথ। যা ২০০৬ সালের পর বার্সার মাটিতে অ্যাতলেটিকোর প্রথম জয় নিশ্চিত করেছে।
এই জয়ে লা লিগায় ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল অ্যাতলেটিকো। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা। তিনে থাকা রিয়াল মাদ্রিদের ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ