১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দূরে সরে যেতে শুরু করেছে আদিত্য-শ্রদ্ধা

বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, এই ক’দিন আগেও ‘আশিকি টু’ ছবির অনস্ক্রিন ভালোবাসার গল্পের মতো ছিলো আদিত্য-শ্রদ্ধার দিনগুলি। কিন্তু বর্তমানে দূরে সরে যেতে শুরু করেছেন তারা।

আদিত্য রায়ের জন্য আর মন কাঁদে না শ্রদ্ধা কাপুরের, আবার শ্রদ্ধার প্রতি সেই শ্রদ্ধা নেই আদিত্যের। দুজনের টান টান সম্পর্কের সুতো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে বলে দাবী গুঞ্জনকারীদের। আর এর জন্য দায়ী মূলত এই দুই তারকার বিপরীতমুখী ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের বর্তমান রূপরেখা।

সূত্রের খবরে প্রকাশ, হুট করে আদিত্য- শ্রদ্ধার একই পথ দুই দিকে বেঁকে যাওয়ার কারণ তাদের পরস্পর বিপরীতধর্মী ব্যক্তিত্ব। যেখানে শ্রদ্ধা বহির্মূখী সেখানে আদিত্য অন্তর্মূখী। আর তাদের এই বিপরীতমুখী ব্যক্তিত্বের দ্বন্দ্বে বেস্তে যেতে বসেছে ‘কেউ কাউকে ছাড়বো না কখনো’ ধরনের প্রতিশ্রুতি।

আদিত্য-শ্রদ্ধার বন্ধুরা জানিয়েছেন, ব্যক্তিত্বের দ্বন্দ্বে আশিকি জুটির মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়। এর আগে যখনই তাদের সামনাসামনি দেখা হয়েছে দুজনে ঝগড়া করেছেন। বর্তমানে দুজনের সম্পর্ক এতটাই বিষিয়ে উঠেছে যে, মুখ দেখাদেখিও বন্ধ তাদের। তবে বন্ধুদের বিশ্বাস, ভবিষ্যতে হয়তো দুজনে পুরনো কথা ভুলে যাবে এবং আবার নতুন করে সম্পর্ক শুরু করবে।

বলিউড লাইফ আরও জানিয়েছে, আদিত্য-শ্রদ্ধার ক্যারিয়ারের বর্তমান অবস্থাও তাদের পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দায়ী। শ্রদ্ধার ক্যারিয়ার আকাশ খুঁজে নিচ্ছে, আর আদিত্যের ক্যারিয়ার ছুটছে পাতালের অজানা অন্ধকারের দিকে। এই অবস্থায় শ্রদ্ধার বাবা-মাও চাইছেন না সম্পর্কটা অটুট থাক।

তবে বাবা-মা চান বা না চান শিগগিরই সম্পর্কের মাঝে জমাট বাঁধা বরফ ভাঙতে এই জুটি উদ্যোগী হবেন বলেও আশাবাদ প্রকাশ করেছে বলিউড লাইফ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ