[english_date]

দুর্বৃত্তদের ছোড়া ককটেলে শিশু নিহত বোন আহত

রাজধানীর লালবাগ এলাকার রিয়াজউদ্দিন রোডের একটি বাসায় বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চতুর্থ শ্রেণি পড়ুয়া আরও এক শিশু।

নিহতের স্বজনদের দাবি, বাড়ির বাইরে থেকে দুর্বৃত্তের ছোঁড়া বোমা বিস্ফোরণে আহত হয়, শিশু মেরাজ ও তার বড় বোন নেহা। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পাঁচ বছরের শিশু মেরাজকে। তবে, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, বাইরে থেকে নয়, ঘরের মধ্যে থাকা বোমার বিস্ফোরণেই ঘটেছে এই দুর্ঘটনা।

বোমা বিস্ফোরণে আদরের সন্তানকে হারিয়ে আহাজারি করছিলেন লালবাগ এলাকার বাসিন্দা শিরিন আক্তার। প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তিনি। একই অবস্থা পরিবারের অন্য সদস্যদের। তাদের দাবি, ঘরের বাইরে থেকে ছুঁড়ে মারা বোমার বিস্ফোরণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় গুরুতর আহত শিশু মেরাজ ও তার বড় বোন নেহাকে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেরাজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নেহাকে।

সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলে আসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে তল্লাশি চালায় তারা। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বাইরে থেকে নয়, ঘরের মধ্যে থাকা বোমার বিস্ফোরণেই গুরুতর আহত হয় এই দুই শিশু।

এদিকে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাটারি ও তারসহ বেশকিছু আলামত জব্দ করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নেয়া হয়েছে নিহতের ছয় স্বজনকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ