দুর্দান্ত জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। আজ ধর্মশালায় নেদারল্যান্ডসকে ৮ রানে পরাজিত করে টাইগাররা। টসে হেরে প্রথমে ব্যঅট করতে নেমে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ১৫৩ রান। জবাবে নেদারল্যান্ডস করে ৭ উইকেটে ১৪৫ রান।
১৯ তম ওভারে আল আমিন হোসেন কিছু রান দিয়ে দিলে ম্যাচে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ ওভারে তাসকিন টাইট বোলিং করে দলের জয় নিশ্চিত করে ফেলেন।
বাংলাদেশের পক্ষে আল আমিন হোসেন ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মাশরাফি মর্তুজা ও নাসির হোসেন।
নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে বরেন ও মাইবুরাহ।
এর আগে নেদারল্যান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা করেছে ৭ উইকেটে ১৫৩ রান। এই স্কোরে সবচেয়ে বড় অবদান ছিল তামিম ইকবালের। তার ঝড়ো ইনিংসে এই স্কোর করা সম্ভব হয় টাইগারদের।
ওপেনিংয়ে নেমে তিনি শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থাকেন। ৫৮ বলের ইনিংসে তিনি ৬টি চার এবং ৩টি চার হাঁকান। তার সাথে আর কেউ সঙ্গ দিতে পারলে বাংলাদেশের স্কোর
এছাড়া সৌম্য সরকার এবং সাব্বির রহমান ১৫ রান করে করেন। ১০ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাসকিন আহমেদ,আরাফাত সানি ও আল-আমিন হোসেন।
নেদারল্যান্ডস একাদশ : পিটার বোরেন (অধিনায়ক), স্টিফেন মাইবার্গ, উইসলি বারেসি, বেন কুপার, ভান ডার মারউই, পিটার সিলার, মুদাসসর বুখারি,লোগান ভ্যান বিক, ভ্যান ডার গুগটেন ও ভ্যান মিকেরেন।