৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গার ৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

ইউসুফ পাটোয়ারী,(খাগড়াছড়ি প্রতিনিধি)[review]

আর্থনিউজ২৪,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এবার ৮টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় এ অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে শেষ করতে প্রস্তুত পূজা উৎযাপন কমিটি ও প্রশাসন। ইতমধ্যে দুর্গোৎসবকে ঘিরে মন্ডপগুলোতে চলছে সাজ সাজ রব। শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
ভক্তদের জন্য শুভ্রতার পরশ নিয়ে, ১৯ অক্টোবর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন মাতৃরূপে। ইতোমধ্যে খাগড়াছড়ির প্রতিটি মন্ডপেই শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন মা দূর্গাকে তাদের রংতুলির আচড়ে রাঙিয়ে তুলতে।

এদিকে শারদীয় দূর্গোৎসবকে আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসেনর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাদাত হোসেন টিটো। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক মোবাইল টিম ছাড়াও প্রতিটি মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য।
উল্লেখ্য, আগামী ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব। ২৩ অক্টোবর প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে দুর্গোৎসবের। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এ বছর ঘোড়ায় চড়ে আসবেন, যাবেন পালকিতে করে। তিনি যে শান্তি ও সমৃদ্ধির বার্তা তার ভক্তদের দিয়ে যাবেন, সে সুফল পাবেন জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ