[english_date]

চট্টগ্রামে দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি টহল

আর্থনিউজ২৪:

চট্টগ্রাম: আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগর ও জেলায় টহল দেয়া শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পূজা শেষ না হওয়া পর্যন্ত এ টহল থাকবে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তা জানা যায়নি।

এবার চট্টগ্রাম নগরে ৩২৫ টিসহ ১৪টি উপজেলায় মোট এক হাজার ৬১৮টি সর্বজনীন মণ্ডপে পূজা হবে। পাশাপাশি জেলা ও নগরে ২২২টি ব্যক্তিগত ও পারিবারিক পূজামণ্ডপও রয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় নগরের খুলশী-জিইসি মোড় হয়ে আন্দরকিল্লা জেএমসেন হল এলাকায় বিজিবির টহল দেখা গেছে।

এ ব্যাপারে বিজিবি দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রামের পরিচালক (অভিযান) লে কর্নেল এ আর এম নাছির উদ্দিন একরাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ও বিজিবি সদর দপ্তরের নির্দেশে শনিবার সন্ধ্যা থেকে নগর ও জেলায় বিজিবি নামানো হয়েছে।

নগর ও জেলার সব পূজা মণ্ডপে পর্যাপ্ত বিজিবি থাকবে।[review]

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ