একথায় বলা চলে এবছর বক্স অফিসে এক চেটিয়া রাজত্ব করছেন কবীর খান। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘বজরঙ্গি ভাইজান’। যে ছবি বক্স-অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে, কবীরের অপর ছবি, ‘ফ্যান্টম’। যা মাত্র দুই দিনে আয় করে ফেলেছে ২১ কোটি টাকা।
সম্প্রতি ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ ট্যুইটারে জানিয়েছেন, “ফ্যান্টম’ প্রথমদিন ৩ কোটি ৪৬ লাখ এবং দ্বিতীয় দিন ১২ কোটি ৭৮ লাখ টাকা ব্যবসা করেছে। সব মিলিয়ে দু’দিনে আয় ২১ কোটি”।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই কাণ্ড নিয়েই গল্প বুনেছে এস হুসেন জাইদি। জাইদি-র লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার্স’-কে অবলম্বন করে ‘ফ্যান্টম’ ছবিটা বানিয়েছেন পরিচালক কবীর খান।কাহিনি অনুযায়ী, মুম্বইয়ে হানার পাঁচ বছর পরে এক অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ঘটনার প্রতিশোধ নিতে উদ্যোগী হয়। তার উদ্যোগে এক প্রশিক্ষণপ্রাপ্ত দল সারা পৃথিবী ঘুরে একে একে এই জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে থাকা অপরাধীদের হত্যা করে।
এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ। পাকিস্তানি জঙ্গি হাফিজের আবেদনে পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ‘ফ্যান্টম’-এর মুক্তির উপর।