২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুটি শার্টে ১০ লাখ

একেই বোধ হয় বলে সেলেবদের বড় বড় ব্যাপার। মাত্র দুটি শার্ট আর পকেট থেকে বেড়িয়ে গেল দশ লাখ টাকা। শো-করতে সম্প্রতি জার্কাত গিয়েছেন পরিণীতা। আর সেখানে গিয়েই ১০ লক্ষ ৮৭ হাজার ৭০০ টাকার শপিং করলেন নায়িকা। তবে টাকার অনুপাতে ব্যাগটা খালিই রয়ে গেল পরির। মাত্র দুটি শার্ট কিনতে এই বিশাল অঙ্কের টাকা খরচ করেছেন সুন্দরী।

সম্প্রতি পরিণীতা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বিলিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন নায়িকা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছে এই ম্যাসেজ।

তবে পরির এই শপিংয়ের কথা শুনে যাদের চোখ বড় বড় হয়ে গিয়েছে। তাঁদের জানিয়ে রাখি হোঁচট খেতে হবে না। কারণ এই যে টাকার হিসাব নায়িকা দিয়েছেন তাঁর ইন্দোনেশিয়া মুদ্রার নিরিখে। ভারতীয় মুদ্রায় যার মূল্য পাঁচ হাজার টাকা। তাই বেহিসাবি বলে যারা পরিণীতাকে ভাবছেন এমটা ভাবার কোনও কারণ নেই। আসলে মজা করতেই এমটা করেছেন এই বলি সুন্দরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ